Keyword মানে আসলে কি?
Keyword Research কে SEO এর প্রান বলা হয়। আমরা যারা এখনওজানিনা Keyword বলতে আসলে কি বোঝায়, তাদের জন্য এই ছোট্ট প্রয়াস। আর যারা জানি, আসুন না আরেকটা বার ঝালাই করে নেয়া যাক।
Keyword:
Keyword শব্দটা দুইটি ভিন্ন অর্থবোধক শব্দ Key এবং Word এর সমন্বয়ে গঠিত শব্দ। Key অর্থ চাবি এবং Word অর্থ শব্দ। সাধারনভাবে বলা যায়, যে word কোন বর্ণনা খুজে বের করতে চাবির মতো কাজ করে তাকে Keyword বলে। অর্থাৎ, কোন বিষয় সম্পর্কে বিস্তারিত জানার জন্য যে Word লিখে Search engine এ Search দিলে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাওয়া যায় তাই হল Keyword।
অন্যভাবে বলা যায়, যে শব্দ বা শব্দগুচ্ছ লিখে কোন কিছু জানার উদ্দেশ্যে কোন Search engine এ Search দেয়া হয় তাকে Keyword বলে।
সাধারন আমরা যখন কোন কিছু কোন Search engine যেমন Google এ লিখে Search দেই তখন তাকে আমরা বলি Search term আর SEO এর ভাষায় সেই শব্দ বা শব্দগুচ্ছকে বলে Keyword।
Classification of Keyword:
অসংখ্য ধরনের keyword রয়েছে যা Research করে SEO এরকাজ করা হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু Keyword নিম্নে উপস্থাপন করে তার বিস্তারিত আলোচনা দেওয়া হলঃ
Seed Keyword
Single Keyword
Multiple Keyword
Long tail Keyword
Brand Keyword
Modifier Keyword
Service Product based Keyword
Geographical Keyword
Demographic Keyword
Misspelled Keyword
Seasonal Keyword
Call to action Keyword
B2B Keyword
Entity Keyword
Educational Keyword
LSI Keyword
Seed Keyword: আমরা জানি Seed শব্দের অর্থ হল বীজ। SEO এর ভাষায় সবচেয়ে সূক্ষ্ম বিষয় কে যখন Keyword হিসেবে বিবেচনা করে Search দেওয়া হয় তখন তাকে Seed Keyword bole। Seed Keyword কে Niche Keyword ও বলা হয়।
Single Keyword:
যখন একটি মাত্র শব্দ কে লিখে Search দেওয়া হয় তখন তাকে Single Keyword বলে।
Multiple Keyword:
যখন একের অধিক শব্দ লিখে Search দেওয়া হয় তখন তাকে Multiple Keyword বলে।
Long tail Keyword:
একটি মূল শব্দের পরে যখন একাধিক শব্দ যোগ করে Search দেওয়া হয় তখন তাকে Long tail Keyword বলে। যেমনঃ Bata shop in Dhanmondi.
Back tail Keyword:
একটি মূল শব্দের আগে যখন একাধিক শব্দ যোগ করা হয় তখন তাকে Back tail Keyword বলে। যেমনঃ How to get job.
Brand Keyword:
যখন কোন একটা নির্দিষ্ট Brand এর নাম লিখে Search দেওয়া হয় তখন তাকে Brand Keyword বলে। যেমনঃ Samsung mobile phone।
Modifier Keyword:
একটি সাধারণ শব্দের বদলে একই অর্থবোধক ভিন্ন শব্দ ব্যবহার করাকে Modifier Keyword বলে। যেমনঃ Food এর বদলে Meal ব্যবহার করা। এটা Page Ranking এ সহায়তা করে।
Service & Product based Keyword:
যখন কোন শব্দ দিয়ে কোন কাজের সেবা দেওয়া বা কোন পন্য বোঝায় তখন তাকে Service & Product Based Keyword বলে। যেমনঃ Graphics Design Course।
Geographical Keyword:
যখন কোন শব্দ দিয়ে একটি নির্দিষ্ট স্থানকে বোঝায় তখন তাকে Geographical Keyword বলে। যেমনঃ Dhaka, Delhi।
Demographic Keyword:
যখন কোন শব্দ দিয়ে নির্দিষ্ট একটা শ্রেণীকে বোঝায় তখন তাকে Demographic keyword বলে। যেমনঃ eye care centre, old age club।
Misspelled Keyword:
কোন শব্দ যখন ভুল লিখে Search দেওয়া হয় তখন তাকে Misspelled Keyword বলে। এইটা এখন আর ব্যবহৃত হয়না, কারন আমরা যখন Googleএর Search Bar এ কিছু লিখি তখন Google সেই শব্দের বানান নিজেই ঠিক করে দিয়ে Search result দিয়ে থাকে।
Seasonal Keyword:
যখন কোন শব্দ দিয়ে একটি নির্দিষ্ট সময় কে বোঝায় তখন তাকে Seasonal keyword বলে। এক্ষেত্রে Season এর নাম উল্লেখ করতে হয়না। যেমনঃ Umbrella, Blanket।
Call to Action Keyword:
এমন কোন শব্দ যা মন্ত্রের মতো আকর্ষণ করে তখন তাকেCall to Action Keyword বলে। যেমনঃ Free Download, Buy, Sell ইত্যাদি।
Call to action Keyword হল SEO এর জন্য সবচেয়ে দামী Keyword।
প্রত্যেকটা Service Page এ একটা Call to Action Keyword থাকতেই হয়। যেমনঃ Subscribe Now, Register Now, Click Here ইত্যাদি।
B2B Keyword:
B2B Keyword সাধারনত ৩ ধরনের হতে পারে, যথাঃ
B2B (Business to Business)
B2C (Business to Client)
C2C (Client to Client)
B2B (Business to Business) Keyword:
যখন কোন শব্দ দিয়ে দুই বা ততোধিক ব্যবসায়ীদের মধ্যকার সম্পর্ক বোঝায় তখন তাকে B2B Keyword বলে।
B2C (Business to Client) Keywod:
যখন কোন শব্দ দিয়ে ব্যবসায়ীএবং সাধারণ মানুষের মধ্যকার সম্পর্ক বোঝায় তখন তাকে B2C Keyword বলে।
C2C (Client to Client) Keyword:
যখন কোন Keyword সাধারণ মানুষের মধ্যকার সম্পর্ক বোঝায় তখন তাকে C2C Keyword বলে। এ ধরনের Keyword কে P2P (People to People) Keyword ও বলা হয়।
Entity Keyword:
Entity বলতে সাধারনত অস্তিত্ব বোঝায়। যখন কোন শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে কোন কিছুর অস্তিত্তকে বোঝায় তখন তাকে Entity Keyword বলে। যেমনঃ Parsona in Dhanmondi ।
Educational Keyword:
যখন কোন শব্দ দিয়ে কোন কিছু শেখার চেষ্টা করা হয় তখন তাকে Educational Keyword বলে। যেমনঃ How to, What is ইত্যাদি।
LSI Keyword:
LSI মানে হল Latent Semantic Indexing।
যখন কোন শব্দ সরাসরি না লিখে সেই শব্দের সাথে সম্পর্কিত অন্যকোনো শব্দ বা Phrases ব্যবহার করা হয় তখন তাকে LSI Keyword বলে। যেমনঃ বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন যখন Cadbury Dairy Milk Chocolate এর বিজ্ঞাপনে বলেন কুছ মিঠা হো যায়ে, তখন তিনি একবারও Cadbury DairyMilk Chocolate এর নাম উল্লেখ না করা সত্তেও মিঠা বলতে শুধুমাত্র Cadbury DairyMilk Chocolate কেই বোঝান।