জেনে নিন এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে অজানা তথ্য

প্রিয় বন্ধুরা আমরা আজকে এফিলিয়েট মার্কেটিং এর জানা অজানা সব কিছু নিয়ে আলোচনা করবো। আশাকরি আজকের পর থেকে আপনাদের এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কোন কিছু অজানা এবং কঠিন লাগবে না। আজকে আমরা এফিলিয়েট মার্কেটিং কী, কীভাবে, কেন সবকিছু আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাকঃ

af
এফিলিয়েট মার্কেটিং কি?
ইন্টারনেট মার্কেটিং এর অন্যতম একটি জনপ্রিয় অংশ হল এফিলিয়েট মার্কেটিং। এফিলিয়েট মার্কেটিং অনেকটা সাধারণ ব্যাবসার মত। আমরা অনেক সময় কোন দ্রব্য অথবা পণ্য বিক্রয় অথবা ক্রয় করার ফলে কিছুটা কমিশন পাই তেমনি অনলাইন এ অনেক প্রতিষ্ঠান ক্রয় অথবা বিক্রয় এর উপর বিশ্লেষণ করে কমিশন দেই। আর এই মার্কেটিংই হলো এফিলিয়েট মার্কেটিং।
এফিলিয়েট মার্কেটিং কেন?
ইন্টারনেট মার্কেটিং করার মাধ্যমে ব্যাপক পরিমাণে উপার্জন করা সম্ভব তার মধ্যে অন্যতম জনপ্রিয় এবং বহুল প্রচলিত একটি পেশা এফিলিয়েট মার্কেটিং। আপনি অনলাইন থেকে আয় করতে চাচ্ছেন কিন্তু সহজ কোন পদ্ধতি পাচ্ছেন না। আপনি এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে সহজে উপার্জন করতে পারবেন। সাধারণ কাজ কোন পণ্য, দ্রব্য অথবা কাউকে কোন সাইট এ ভিসিট অথবা রেজিস্ট্রেশান করে উপার্জন করতে পারবেন। কি ভাবছেন? অনেক সহজ। আসলেই অনেক সহজ। যে কেউ ইচ্ছা করলে এফিলিয়েট মার্কেটিং করে অনেক উপার্জন করতে পারবে।
এফিলিয়েট মার্কেটিং করতে কি কি লাগবে?
এফিলিয়েট মার্কেটিং করতে আপনার দক্ষতা অথবা অন্য কোন ধরণের যোগ্যতার প্রয়োজন হয় না। তবে অনলাইন এ কাজ করতে বেসিক যে সকল যোগ্যতা লাগে সে সব থাকলেই আপনি এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। বেসিক যোগ্যতা বলে আমি বোঝাচ্ছি ইন্টারনেট ব্যাবহার করা, মোটামুটি ইংরেজি জানা এসব আরকি। আশাকরি আপনারা এসব পারেন। তবে আজকে যারা আমার এই পোস্টটি পরতেছেন আমি তাদের কে গ্যারান্টির সহকারে বলতে পারি আপনারা এফিলিয়েট মার্কেটিং করার জন্য যোগ্যতা সম্পন্ন। যদি যোগ্যতা সম্পন্ন না হতেন তাহলে আজকে আমার এই পোস্টটি পড়তে পারতেন না।
এফিলিয়েট মার্কেটিং কীভাবে করবেন?
এফিলিয়েট মার্কেটিং কীভাবে করবেন এটা সম্পূর্ণ আপনার উপর। প্রথমে আপনাকে কোথায় এফিলিয়েট মার্কেটিং করবেন সেটা সিলেক্ট করতে হবে। তবে আমি নতুন্দের জন্য কিছু ছোট এফিলিয়েট মার্কেটিং এর উদাহরণ দিব। কারণ আপনারা সবাই এফিলিয়েট মার্কেটিং এ সম্পূর্ণ নতুন। ধরুন অনলাইন পেমেন্ট সিস্টেম এর এলারট পে যা বর্তমানে পায়জা নামে পরিচিত এখানে আপনি প্রথম অবস্থায় এফিলিয়েট মার্কেটিং করবেন তাহলে আপনাকে প্রথমেই সেখানে এইলিয়েট হিসেবে অ্যাকাউন্ট করতে হবে। এবং তাদের এফিলিয়েট রুলস গুলো মেনে আপনাকে আগিয়ে যেতে হবে যদি রুলস না মানা হয় তাহলে মনে হয় না আপনি উপার্জন করতে পারবেন। তাই সবসময় আপনাকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আশাকরি আপনি তাদের রুলস ফলো করে একজন সফল এফিলিয়েট মার্কেটার হতে পারেন। এটি একটি ছোট উদাহরণ। আরও অনেক বড় বড় এফিলিয়েট কোম্পানি আছে যা আপনি গুগুল এ সার্চ করলেই পাবেন। তবে এর মধ্যে আমার সব চেয়ে বড় মনে হয় ক্লিক ব্যাংককে।

Popular Posts